scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Rain Storm Forecast: কয়েকটা জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, রয়েছে কলকাতাও

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal one
  • 1/12

Bengal Rain Storm Forecast: গরম এবং আর্দ্রতা-জনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে। তবে মঙ্গলবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়। এদিন আলিপুর আবহাওয়া দফতর এমনই জানিয়েছে। 

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal two
  • 2/12

অন্যদিকে, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় বৃষ্টিপাত চলবে। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal three
  • 3/12

ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। বলছে আবাহওয়া দফতর।

Advertisement
Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal four
  • 4/12

আলিপুর জানাচ্ছে, কলকাতায় আজ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির ভোগান্তি রয়েছে। বিকেল বা সন্ধের দিকে বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। 

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal five
  • 5/12

দক্ষিণবঙ্গের অনেক জায়গায় মেঘলা আকাশ থাকবে। বিকেলে পর বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal six
  • 6/12

কলকাতায় সন্ধেয় দিকে সম্ভাবনা রয়েছে। এখন ওয়ার্নিং দিয়ে রাখা হয়েছে। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে সতর্কতা দেওয়া হয়েছে। 

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal seven
  • 7/12

দক্ষিণ-পশ্চিম মোসুমী বায়ু আসা শুরু হয়েছে। দক্ষিণ আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। লং আইল্যান্ড পর্যন্ত চলে এসেছে। আগামী ২ দিনে আরও ভাল পরিস্থিতি তৈরি হবে। ল্যান্ডে এখনও ঢোকেনি।

আরও পড়ুন: অনস্ক্রিনে Kiss করতে গিয়ে সমস্য়ায় পড়েছিলেন এই অভিনেতা-অভিনেত্রীরা

আরও পড়ুন: নেটপাড়ায় ভাইরাল কুলহাড় পিৎজা, ভাঁড় বেয়ে উপচে পড়ছে চিজ, মিলছে কোথায়?

আরও পড়ুন: আবার বাঘের দেখা সুন্দরবনে, লঞ্চটির একেবারে কাছে রয়্যাল বেঙ্গল

Advertisement
Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal eight
  • 8/12

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পূর্ব ভারতের কথা যদি বলা হয়, এই অঞ্চলে প্রচুর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসছে। দক্ষিণ দিক থেকে আসছে বা সমুদ্র থেকে আসছে, তাই আর্দ্রতা প্রচুর রয়েছে। 

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal nine
  • 9/12

একটা অক্ষরেখা রয়েছে। যার অবস্থান রাজস্থান থেকে অসম পর্যন্ত। মাঝে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ। ফলে দুটো প্রভাব পড়ছে। এক, তাপমাত্রা ঠিকই আছে। 

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal ten
  • 10/12

দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি নয়। পশ্চিমের জেলাগুলোতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে। কলকাতায় ৩৪-৩৫ ডিগ্রি সেলসিয়াসের রয়েছে কাছাকাছি তাপমাত্রা। 

Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal eleven
  • 11/12

উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। প্রায় সব জায়গায় হচ্ছে হালকা থেকে মাঝারি। দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী। এটা চলবে।

Advertisement
Bengal Rain Storm Forecast ajker abohawa thunderstorm in north Bengal twelve
  • 12/12

দক্ষিণবঙ্গে অক্ষরেখা রয়েছে ঝাড়খণ্ড এলাকায় রোজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। মুভ করছে, এগিয়ে আসছে এদিকে। তাই বৃষ্টি হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান। ভালই হচ্ছে। এই সেলগুলো নীচে আসবে দুই বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ, কলকাতা, মেদিনীপুরের দিকে। নিয়মিত বদলাচ্ছে। আর তাই তাপমাত্রা বাড়ছে না দিল্লি বা অন্য অংশের তুলনায়। মধ্য ভারতেও তাই। এখানে তাপমাত্রা বাড়েনি কারণ মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। 

Advertisement