যদিও প্রতি বছর তিনি বিজয়া এভাবেই পালন করেন। দেখা করেন, সময় কাটান, উপহার তুলে দেন সহায় সম্বলহীন প্রবীণাদের সঙ্গে।
আর যিনি এই উদ্যোগ নিয়েছেন তিনি সেখানকার দীর্ঘদিনের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা (TMC MLA Pundarikakshya Saha)। যিনি সবার কাছে পরিচিত নন্দ দা।
এ বছরও সেখানে ছেদ পড়েনি। প্রতি বছরের মতো এ বছরেও রবিবার সমাজের সহায়-সম্বলহীন বৃদ্ধাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা নবদ্বীপের পঞ্চম বারের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা (Pundarikakshya Saha)।
কর্মজীবনের প্রথম দিন থেকে আজও পর্যন্ত প্রতি বছর বিজয় দশমী (Bijaya Dashami)-র পরে একাদশীর দিন এখানে আসেন তিনি।
যেন মায়ের কাছে এসেছে ছেলে। আর মা অধীর আগ্রহে বসে ছিলেন কখন তাঁর সন্তান আসবেন। সন্তান এ। দেখা করে গেল মায়ের সঙ্গে।
নবদ্বীপের পোড়া ঘাটে রাধেশ্যাম সেবাশ্রম মন্দিরে ওই প্রবীণ মানুষদের মিষ্টি, বস্ত্র সামান্য অর্থও তুলে দিলন তিনি।
মিষ্টি ছাড়া বিজয়া দশমী (Bijaya Dashami) হয় নাকি! তাই থরে থরে প্লেটে সাজান ছিল বিভিন্ন রকমের মিষ্টি।