scorecardresearch
 
পশ্চিমবঙ্গ

Cyclone Jawad: বছরের শেষে দুর্যোগের আশঙ্কা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 1/9
বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 2/9

আন্দামান সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ফলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। যা নিয়ে আশঙ্কায় আবহবিদরা।
 

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 3/9

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ থাইল্যান্ড এবং সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ অবস্থান করছে। যা আগামী ১২ ঘণ্টায় আন্দামান সাগরে পৌঁছে যাবে।

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 4/9

আর তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবারের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যা দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। 
পরবর্তী ২৪ ঘণ্টায় মধ্যে বঙ্গোসাগরের উপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর তার প্রভাবে ৪ ডিসেম্বর সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলের মধ্যে তা আছড়ে পড়তে পারে। 
 

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 5/9

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে ৩ ডিসেম্বর ঝড়ের প্রভাবে আসবে। অভিমুখ ও ল্যান্ডফলের সময় ৪৮ ঘন্টার মধ্যে স্পষ্ট হবে। অর্থাৎ তারপরই জানা যাবে বাংলায় এই ঝড়ের প্রভাব পড়বে কি না। 

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 6/9

তবে এই ঘূর্ণিঝড়ের জন্য উপকুলের জেলাগুলোতে হওয়ার গতি থাকবে। কারণ ৪ তারিখ যখন এই ঘূর্ণিঝড় ওড়িশার উপকূলে থাকবে তখন আমাদের উপকূলের জেলায় হওয়ার গতি থাকবে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। 
 

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 7/9

পরবর্তীকালে হওয়ার গতি বেড়ে ৭০ থেকে ৭৫ কিলোমিটার হতে পারে। তবে এর ফলে কতটা ক্ষতি হতে পারে তা এখনই পরিষ্কার নয়। 

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 8/9

সাইক্লোন জাওয়াদের নামকরণ করেছে সৌদি আরব। যার অর্থ মহান। 

বছরের শেষে দুর্যোগের আশঙ্খা, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'জাওয়াদ'
  • 9/9

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই ঝড় কোথায় ল্যান্ডফল করবে তার উপরই নির্ভর করছে বাংলার উপর এর প্রভাব কতখানি পড়বে সেটি।