scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : নিম্নচাপ সরলেও বৃষ্টির ভ্রূকুটি, ২০ তারিখ পর্যন্ত দুই বঙ্গের এই জেলাগুলিতে ভারী বর্ষণ

প্রতীকী ছবি
  • 1/9

অনেকটাই সরে গিয়েছে নিম্নচাপ । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, এই মুহূর্তে উত্তর তেলেঙ্গানা সংলগ্ন অঞ্চলে রয়েছে নিম্নচাপটি। এর প্রভাবে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবেশ করছে বাতাস। প্রথমে দক্ষিণবঙ্গ ও পরে উত্তরবঙ্গের ওপর দিয়ে যাবে এই বাতাস। 

প্রতীকী ছবি
  • 2/9

এর ফলে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে আগামী ২০ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতে ১৮ থেকে ২০ তারিখ পর্যন্ত রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

প্রতীকী ছবি
  • 3/9

হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে আজ উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার দু-একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরের দু-এক জায়গাতেও থাকছে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/9

আগামিকাল ১৮ তারিখ কলকাতা (Kolkata), দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে। 

প্রতীকী ছবি
  • 5/9

এরপর ১৯ তারিখও কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টি জারি থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আর ২০ তারিখ বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 6/9

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে এবং হাওড়া, নদিয়া, কলকাতা ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলেও জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

প্রতীকী ছবি
  • 7/9

এই পরিস্থিতিতে আগামী ১৯ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 

Advertisement
প্রতীকী ছবি
  • 8/9

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আগামিকাল সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় এবং দুই দিনাজপুর ও মালদাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

প্রতীকী ছবি
  • 9/9

২০ তারিখও উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও হতে পারে ভারী বৃষ্টি। 

Advertisement