scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

PHOTOS : মায়ের বিদেশ পাড়ি! নদিয়ার দুর্গা যাচ্ছে অস্ট্রেলিয়া

বিদেশে যাচ্ছে দুর্গা প্রতিমা
  • 1/6

বিগত বেশ কয়েকবছর ধরেই দুর্গাপুজোর সময় কলকাতা তথা বাংলা থেকে প্রতিমা পাড়ি দেয় বিদেশে। পরিবর্তন নেই এবারেও। এই বছর নদিয়ার (Nadia) কৃষ্ণনগর ঘূর্ণি থেকে দুর্গা প্রতিমা (Durga Idol) পাড়ি দিতে চলেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে (Melbourne Australia)। 

বিদেশে যাচ্ছে দুর্গা প্রতিমা
  • 2/6

দীর্ঘ ৫ মাসের অক্লান্ত পরিশ্রমে চার ফুট উচ্চতার ওই দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন ঘূর্ণির কুমারটুলির প্রখ্যাত মৃৎশিল্পী জয়ন্ত পাল। 

বিদেশে যাচ্ছে দুর্গা প্রতিমা
  • 3/6

স্বল্প উচ্চতার ওই প্রতিমাটি মূলত ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

Advertisement
বিদেশে যাচ্ছে দুর্গা প্রতিমা
  • 4/6

প্রাথমিকভাবে প্রতিমাটি মাটি দিয়ে তৈরি করার পর, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সেটিকে প্রস্তুত করা হয়। সবশেষ ফাইবার গ্লাস দ্বারা মূর্তির কাজ সম্পন্ন করেন শিল্পী জয়ন্ত পাল।

বিদেশে যাচ্ছে দুর্গা প্রতিমা
  • 5/6

বিদেশে পাঠানর আগে বর্তমানে প্রতিমাটিতে কার্যত ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে। কয়েক দিনের মধ্যেই মূর্তিটি মেলবোর্নে পাঠান হবে বলে জানান জয়ন্তবাবু। 

বিদেশে যাচ্ছে দুর্গা প্রতিমা
  • 6/6

তবে শুধু দেবদেবীর প্রতিমাই নয়, শিল্পীর অন্যান্য শিল্পকলাও ইতিমধ্যেই সুনাম অর্জন করেছে বিদেশের মাটিতে। আর এবার এই প্রতিমা প্রস্তুতের মধ্যে দিয়ে তাঁর মুকুটে যুক্ত হতে চলেছে নয়া আরও এক পালক। 

Advertisement