scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

শহিদ দিবসে TMC-র গোষ্ঠী সংঘর্ষ, হাড়োয়ায় গুলি-বোমা, মৃত ২

শহিদ দিবসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
  • 1/6

শহিদ দিবস পালন করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ (TMC Internal Clash)। চলল গুলি, পড়ল বোমা। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। নিহতদের নাম লক্ষ্মীবালা মণ্ডল ও সন্ন্যাসী সর্দার।

শহিদ দিবসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
  • 2/6

ঘটনার জেরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠল উত্তর ২৪ পরগনার হাড়োয়ার (Haroa) ট্যাংরামারি এলাকা। 

শহিদ দিবসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
  • 3/6

জানা গিয়েছে, এদিন শহিদ দিবসের আয়োজন করে তৃণমূল। অভিযোগ, সেই সময় তৃণমূল নেতা যোগেশ্বর প্রামাণিক ও তৃণমূল নেতা তপন রায়ের অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়ে যায়। 

Advertisement
শহিদ দিবসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
  • 4/6

ধীরে ধীরে তা সংঘর্ষের আকার ধারন করে। ক্রমশ তা গুলি-বোমার লড়াইতে পরিণত হয়। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের বেশকয়েকজন। মৃত্যু হয় লক্ষ্মীবালা মণ্ডল ও সন্ন্যাসী সর্দারের।

শহিদ দিবসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
  • 5/6

ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। 

শহিদ দিবসে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
  • 6/6

ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। 

Advertisement