scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

জঙ্গলে ফিরেছে গোসাবার গ্রামে ঢোকা বাঘটি, মিলল পায়ের ছাপ

জঙ্গলে
  • 1/6

জঙ্গলে ফিরে গেল গোসাবার লাহিরিপুর গ্রাম পঞ্চায়েতের চরঘেরীতে ঢুকে পড়া বাঘটি। সোমবার সকালে বন দফতর জঙ্গলে ফিরে যাওয়ার পায়ের চিহ্ন দেখতে পান। 
 

গত
  • 2/6

গত তিনদিন ধরে এই বাঘটি একবার চরঘেরী, একবার মিত্র বাড়ি এলাকায় ঘোরাঘুরি করছিল। বন দফতর খাঁচা পাতলেও সে ধরা দেয় নি। 
 

রবিবার
  • 3/6

রবিবার সকালে নতুন করে চরঘেরি এলাকায় ঢুকে পড়লে গোটা এলাকা নাইলনের জাল দিয়ে ঘিরে দেয় বন দফতর। 
 

Advertisement
রাতে
  • 4/6

রাতে আলো জ্বালানো হয় গ্রামের দিকে। বাঘ যাতে নদী পথ দিয়ে জঙ্গলে ফিরে যায় সেই কারণে গ্রামের দিকে মশাল, পটকা ফাটানোর ব্যাবস্থা করা হয়। 
 

অবশেষে
  • 5/6

অবশেষে সোমবার সকালে বাঘের ফিরে যাওয়া পায়ের ছাপ মেলে। বাঘ জঙ্গলে ফিরে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন বনকর্মী ও গ্রামবাসীরা।
 

এর আগে
  • 6/6

এর আগে শনিবারই ধরা পড়ে কুমিরমারির বাঘ। তাকে ঘুমপাড়ানি গুলি মেরে ফাঁদে ফেলা হয়। বন কর্মীরা তাকে উদ্ধার করে।

Advertisement