scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : পশ্চিমি ঝঞ্ঝায় ফের বাড়তে পারে তাপমাত্রা, কবে থেকে?

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk one
  • 1/10

West Bengal Weather Forecast: ঠান্ডা পড়লেও তা কতদিন, সংশয় দেখা দিয়েছে। কারণ ফের পশ্চিমি ঝঞ্ঝার পূর্বাভাস। 

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk two
  • 2/10

ইংরেজি নতুন বছরের প্রথম দিন তাপমাত্রা বেশ কম ছিল। ঠান্ডা উপভোগ করেছেন অনেকে। রবিবারও ছিল একই ছবি। 

আরও পড়ুন: ঝমঝমিয়ে লোকাল চলতেই ফের জায়গা দখল ওদের! বাড়ছে কদর 
 

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk three
  • 3/10

দিন কয়েক এমনই থাকবে। তবে সমস্যার শুরু হতে পারে কাল, মঙ্গলবার থেকে। কারণ ফের পশ্চিমি ঝঞ্ঝার চোখরাঙানি। 

আরও পড়ুন: নবদ্বীপের চরকি, সবংয়ের গাছবোমা-জলবোমা, কোন এলাকায় কোন বাজি বিখ্য়াত? 
 

Advertisement
West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk four
  • 4/10

আর সে কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: তুলাইপাঞ্জি আর বাঁশকাঠি চালে ধামাকা অফার দিচ্ছে রাজ্য, মিলবে Whatsapp-এ 
 

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk five
  • 5/10

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ এবং ১৩ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন: কৃষ্ণকলি আর চম্পাকলি, পুজোয় কে সি দাশের 'মিষ্টি' উপহার

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk six
  • 6/10

সেইসঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকার কথা। কাল, মঙ্গলবার কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে। পরের দিন মানে বুধবারও আকাশ পরিষ্কার থাকবে।

আরও পড়ুন: গোলাপী বিকিনিতে সি বিচে উষ্ণতা ছড়ালেন TV অভিনেত্রী

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk seven
  • 7/10

এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। 

 

Advertisement
West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk eight
  • 8/10

উত্তরবঙ্গের জেলাগুলোতেও একই অবস্থা। মানে সেখানে শুষ্ক প্রকৃতির আবহাওয়া থাকবে আগামী কয়েক দিন। এর পাশাপাশি আগামী দু'দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলিসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। থাকবে কুয়াশাও।

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk nine
  • 9/10

আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। সেটা জানুয়ারি মাসের ৪ তারিখে। 

 

West Bengal Weather Forecast on 3 January IMD predicts westerly winds may effect in temperature abk ten
  • 10/10

ফলে এই যে তাপমাত্রা কম রয়েছে, তা বেশিদিন স্থায়ী না-ও হতে পারে বলে মনে করা হচ্ছে। ৫ তারিখের পর রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে বলে। এমনই অনুমান আবহাওয়া দফতরের।

Advertisement