scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: ফিরছে শীত! দু-তিন দিনেই জাঁকিয়ে ঠান্ডার পূর্বাভাস হাওয়া অফিসের

Weather Forcast
  • 1/8


পূর্বাভাস ছিল মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। সেই মত হুহু করে এন্ট্রি নিতে শুরু করে দিয়েছে উত্তুরে হাওয়া। ইতিমধ্যে কনকনে ঠান্ডা মালুম হতে শুরু করেছে রাজ্যের নানা প্রান্তে। 
 

Weather Forcast
  • 2/8

গত কয়েকদনি যেখানে কলকাতার সর্বনিম্ন  তাপমাত্রা  ছিল ২০ ডিগ্রির আশেপাশে  সেখানে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি কমেছে।  এদিন শবরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬  ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি 
 

Weather Forcast
  • 3/8

 উত্তর-পশ্চিমে শীতল হাওয়ার দাপট আবারো বেড়ছে, সেই কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরো ২ থেকে ৩  ডিগ্রি কমার সম্ভাবনা কলকাতা সহ রাজ্যজুড়ে। ফলে জেলাগুলিতেও মিলবে  জাঁকিয়ে শীতের আমেজ।

Advertisement
Weather Forcast
  • 4/8

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে  কলকাতার তাপমাত্রা আবারো ১৫ ডিগ্রির  নিচে নাবার  সম্ভাবনা।
 

Weather Forcast
  • 5/8

শুক্রবার  কলকাতার তাপমাত্রা  কমে  ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশে থাকতে পারে। 

Weather Forcast
  • 6/8

গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে রয়েছে ২০২১। শীত হঠাৎ করে বিদায় নেওয়ায় মন খারাপ হয়েছিল অনেকেরই। তাদের জন্যই সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  জানানো হয়েছে, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া।
 

Weather Forcast
  • 7/8

এদিকে শীত ফিরে আসায় মকর সংক্রান্তিতে জাঁকিয়ে ঠাণ্ডা রাজ্যজুড়ে।

Advertisement
Weather Forcast
  • 8/8

উত্তরভারত জুড়ে তীব্র শৈত্যপ্রবাহ হানা দিয়েছে। আগামী ৩দিন এই শৈত্যপ্রবাহ চলবে। যার পলে উত্তর ভারতে বেশিরভাগ জায়গার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

Advertisement