Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Update: উত্তরে বাড়বে বৃষ্টি, কলকাতায় কি কাটল দুর্যোগ?

  • 1/8


গত কয়েকদিন লাগাতার বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। কখনও ভারী বৃষ্টি  তো কখনও ঝিরঝির করে ঝরেছে শ্রাবণের বারিধারা।  কেমন যাবে বৃহস্পতিবারের আবহাওয়া, তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। তবে হাওয়া অফিস আশ্বস্ত করেছে আপাতত কলকাতার ওপর থেকে দুর্যোগ সরেছে। 

  • 2/8

মৌসুমী অক্ষরেখা এবং উত্তর বঙ্গোপসাগরে ওপরে থাকা ঘূর্ণাবর্তের জেরে  দুর্যোগ ঘনিয়ে এসেছিল বাংলার বুকে। তবে আগামী ২৪ ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলি ছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। 

  • 3/8

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে পরিমাণ বাড়বে। আগামী ৫ দিন উত্তরবঙ্গে ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বাড়বে। আর ৯ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
 

Advertisement
  • 4/8

এদিকে আগামী ৪৮  ঘণ্টায়  দক্ষিণবঙ্গের শুধু উপকূল এর জেলাগুলি বিশে। করে দুই চব্বিশ পরগনার  দু-এক জায়গায় ভারী বৃষ্টি হবে।  বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে হালকা-মাঝারি বৃষ্টি হবে।

  • 5/8

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি  ও সর্বনিম্ন  ২৮ ডিগ্রির আশেপাশে থাকবে।

  • 6/8

ঘূর্ণাবর্ত সামান্য সরে যাওয়ার জন্য দক্ষিণ বঙ্গে বৃষ্টির পরিমান কমেছে।
 

  • 7/8

মৎস্যজীবীদের জন্য নতুন করে কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি হাওয়া অফিস।

Advertisement
  • 8/8

জেলায় জেলায় এখনও জলমগ্ন পরিস্থিতি।  খানাকুলে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দুর্ভোগ কমেনি।


 

Advertisement