Bansberia Municipal Election 2022: ভোট প্রচারে এমন মজাদার হতে পারে, কে জানত! ছোটদের জনপ্রিয় সব চরিত্র দখল করেছে দেওয়াল।
আরও পড়ুন: বিশ্বভারতীর অনুমতি না পেলে বিকল্প জায়গায় পৌষমেলা করতে চায় বোলপুর পুরসভা
এবার বাটুল দি গ্রেট (Bantul the Great), তো কোথাও আবার কালিয়া, ছোটা ভীম (Chhota Bheem)-সহ অন্যান্য কার্টুন। এমনই সব চরিত্র দিয়ে রঙিন করে ফুটিয়ে তোলা হচ্ছে দেওয়াল।
হুগলি জেলার প্রাচীনতম শহর বাঁশবেড়িয়া (Bansberia Municipality)। বাঁশবেড়িয়া পুরসভা (Bansberia Municipality)-র ৭ নম্বর ওয়ার্ডে গেলে দেখা যাবে বিভিন্ন জায়গায় দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের কার্টুনের চরিত্র।
কোথাও দেওয়ালে ছোটা ভীম (Chhota Bheem), কোথাও বাটুল দি গ্রেট (Bantul the Great)। এর পাশাপাশি কোনও দেওয়ালে কচিকাচাদের উল্লাসের ছবি, কোনও দেওয়ালে কালিয়াকে আবার দেখা যাচ্ছে ভীমের সঙ্গে কাঁধ মেলাতে।
ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দলের প্রার্থীকে জেতানোর আর্জি জানান। বাংলার দেওয়াল লিখনের নাম-ডাক বিস্তর। সেই ঐতিহ্যে এই কাজ নয়া সংযোজন বলা যেতে পারে।
ছোটা ভীম আর বাটুলের হাতে আবর্জনা পরিষ্কারের বালতি, খুদেরা পার্কে খেলার মজা নিতে ব্যস্ত, বিভিন্ন কার্টুন চিত্র দিয়ে একের পর এক দেওয়াল রঙিন করে তোলা হয়েছে।
বেশ অভিনব কায়দায় দেওয়াল চিত্রের মাধ্যমে প্রচারে নেমেছেন ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও প্রাক্তন উপ-পুর প্রশাসক অমিত ঘোষ।
তবে কোথাও লেখা নেই আমাকে ভোট দিন। কেবলমাত্র কার্টুন চরিত্রের মাধ্যমে এলাকার উন্নয়ন তুলে ধরা হয়েছে।
বাঁশবেড়িয়া পুরসভা (Bansberia Municipality)-র ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অমিতবাবু বলেন, "এবার ভোটে অন্যরকম ভাবে একটু প্রচার করতে চেয়েছিলাম। তাই কার্টুনের মধ্যে দিয়ে ভোট প্রচার শুরু করেছি। এ ছাড়া সবচেয়ে বড় কথা দৃশ্য দূষণ কম হওয়ার জন্যই এরকম ভাবে প্রচার করার কথা ভেবেছি।"