scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

NBSTC Special Buses: উত্তরবঙ্গ ভ্রমণে দক্ষিণের পর্যটকদের ভরসা জোগাচ্ছে NBSTC-র একাধিক স্পেশাল বাস

NBSTC Special Buses: উত্তরবঙ্গ ভ্রমণে দক্ষিণের পর্যটকদের ভরসা জোগাচ্ছে NBSTC-র একাধিক স্পেশাল বাস
  • 1/6

পুজোর ছুটিতে উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা নিয়ে অনেকেই হতাশ হয়েছিলেন ট্রেনের বুকিং পাননি বলে। কিন্তু শেষমেশ উত্তরে ছুটি কাটিয়েছেন, ঘুরেছেন উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (NBSTC) বাসের দৌলতে।

NBSTC Special Buses: উত্তরবঙ্গ ভ্রমণে দক্ষিণের পর্যটকদের ভরসা জোগাচ্ছে NBSTC-র একাধিক স্পেশাল বাস
  • 2/6

দার্জিলিং থেকে আলিপুরদুয়ার— কলকাতা থেকে উত্তরবঙ্গে ছুটি কাটাতে যেতে চান? শুধু ট্রেন নয়, এখন উত্তরবঙ্গ রাজ্য পরিবহণ নিগমের (NBSTC) স্পেশাল বাসও পৌঁছে দেবে গন্তব্যে।

NBSTC Special Buses: উত্তরবঙ্গ ভ্রমণে দক্ষিণের পর্যটকদের ভরসা জোগাচ্ছে NBSTC-র একাধিক স্পেশাল বাস
  • 3/6

এ বছর উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা গত বছরের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। পুজোর প্রায় এক মাস আগে থেকেই উত্তরের অধিকাংশ হোটেল, রিসর্টের বুকিং হয়ে গিয়েছিল। এ বছর পর্যটকদের এই বাড়তি চাপের কথা মাথায় রেখেই বেশ কয়েকটি স্পেশাল বাস চালাচ্ছে NBSTC।

Advertisement
NBSTC Special Buses: উত্তরবঙ্গ ভ্রমণে দক্ষিণের পর্যটকদের ভরসা জোগাচ্ছে NBSTC-র একাধিক স্পেশাল বাস
  • 4/6

পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে যে, অতিরিক্ত পর্যকটের আনাগোনা আরও সহজ করতে উৎসবের মরসুমে ২৩টি স্পেশাল বাস চালাচ্ছে NBSTC। এর মধ্যে কলকাতা-শিলিগুড়ি সংযোগকারী বাসের টিকিটের চাহিদা বসচেয়ে বেশি।

NBSTC Special Buses: উত্তরবঙ্গ ভ্রমণে দক্ষিণের পর্যটকদের ভরসা জোগাচ্ছে NBSTC-র একাধিক স্পেশাল বাস
  • 5/6

ওই ২৩টি স্পেশাল বাস চালানো হচ্ছে জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদহ, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার রুটে। এসপ্ল্যানেড ডিপো থেকে উত্তরবঙ্গের বাস লক্ষ্মীপূজা পর্যন্ত পুরোপুরি বুকিং হয়ে গিয়েছে।

NBSTC Special Buses: উত্তরবঙ্গ ভ্রমণে দক্ষিণের পর্যটকদের ভরসা জোগাচ্ছে NBSTC-র একাধিক স্পেশাল বাস
  • 6/6

উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের জন্য এসি, নন-এসি, এসি ভলভো ও রকেট সব বাস অনলাইনের পাশাপাশি কাউন্টারে গিয়েও বুক করা যাচ্ছে। পর্যটন দপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে কিংবা NBSTC-র নিজস্ব উদ্যোগে ফের পর্যটনের ছোট প্যাকেজ চালু করেছে।

Advertisement