scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

জলে ভাসছে ঘাটাল, শহরেই চলছে নৌকা! বিপাকে বাসিন্দারা

জলমগ্ন ঘাটালের
  • 1/10

জলমগ্ন ঘাটালের পৌর এলাকা।  ১৭ টি ওয়ার্ডের ১৩টি তেই প্রবেশ করেছে জল ৷  যার জেরে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

নৌকা করে যাতায়াত
  • 2/10

নৌকা করে যাতায়াত করতে হচ্ছে তাদের। সেই সঙ্গে রয়েছে বিষধর সাপের আতঙ্ক। শহরের রাস্তায় জল ঢুকে যাতায়াতও বন্ধ।

ঝুমি ও শিলাবতী নদী
  • 3/10

ঝুমি ও শিলাবতী নদীর জলস্ফীতির জেরে এই চিত্র ঘাটাল শহর সংলগ্ন এলাকার ৷ ঘাটালের আড়াগোড়া এলাকাতে রাজ্য সড়কের ওপরেও জলের স্রোত ৷ 

Advertisement
পরিস্থিতির অবনতি হল
  • 4/10

পরিস্থিতির অবনতি হল শনিবারও ৷ গত তিনদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জলস্ফীতি দেখা দিয়েছে ৷ 

ঘাটাল পৌরসভা এলাকার
  • 5/10

ঘাটাল পৌরসভা এলাকার ১৭ টি ওয়ার্ডের ১৩টি ওয়ার্ডেই জল প্রবেশ করে সমস্যা তৈরী করেছে ৷ একটি স্বাস্থ্যকেন্দ্রেও জল ঢুকে কাজ বন্ধ হয়েছে ৷ 

শনিবার সকাল থেকে
  • 6/10

শনিবার সকাল থেকে ঘাটাল পৌরসভা এলাকা ও শহর সংলগ্ন এলাকাতে রাস্তার ওপরে চলছে নৌকা ৷ সড়কের ওপরে বেশিরভাগ এলাকাতে নৌকা ও ডিঙি দ্বারা যাতায়াত করতে হচ্ছে ৷

ঘাটালের স্থানীয় বাসিন্দা
  • 7/10

ঘাটালের স্থানীয় বাসিন্দা  হারাধন সানকি বলেন, জল বেড়ে যাতায়াত ছিন্ন হয়েছে ৷ কারও নিজস্ব ডিঙি বা নৌকা থাকলে তাতে যাতায়াত করতে পারছে ৷ অনেকেই ভাড়ার নৌকাতে যাতায়াত করছি ৷ তাতে যাতায়াত নিশ্চয়তা নেই ৷ 

Advertisement
অনেকেই জলে নেমে
  • 8/10

অনেকেই জলে নেমে যাতায়াত করতে গেলেও সাপের ভয় দেখা দিয়েছে ৷ উল্লেখ্য, গতবারের বন্যা গুলিতে ঘাটাল ও দাসপুর এলাকাতে বহু মানুষ বিষধর সাপের দ্বারা আক্রান্ত হয়েছিলেন ৷ অনেকেই মারা গিয়েছেন সাপের কামড়ে ৷ পুনরায় সেই আতঙ্ক দেখা দিয়েছে বন্য পরিস্থিতি দেখে ৷ 
 

শনিবার ঘাটাল পৌরসভা
  • 9/10

শনিবার ঘাটাল পৌরসভা এলাকার ১৩ টি জলমগ্ন ওয়ার্ডের ১০ টিই জলে ডুবে গিয়েছে বলে জানালেন ঘাটাল পুরসভার পুর প্রশাসক বিভাস চন্দ্র ঘোষ ৷

 তিনি বলেন,
  • 10/10

 তিনি বলেন, জল বেড়ে বন্যা পরিস্থিতি হয়েছে ৷ আমরা জেলা শাসক ও রাজ্য সরকারের কাছে জানিয়েছি ৷ মহকুমা শাসকের কাছে তারপলিন, চাল ও গরুর খাওয়ার সরবরাহের জন্য আবেদন করা হয়েছে ৷

Advertisement