সাংসদ হওয়ার ২ বছরের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী, কে এই শান্তনু ঠাকুর । ২০১৯ সালের লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে নির্বাচিত হন শান্তনু ঠাকুর।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতাবালা ঠাকুরকে পরাজিত করেন তিনি। ওই কেন্দ্র থেকে ৬,৮৭,৬২২ টি বা ৪৮.৮৫ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন শান্তনু। শান্তনু ঠাকুরের বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর। তিনি এই রাজ্যের মন্ত্রী ছিলেন।
নয়া নাগরিকত্ব আইনের বিধিনিয়ম এখনও চালু হয়নি। তা নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ রয়েছে। আর তা নিরসন করতেই শান্তনুকে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়া হল।
একুশের লোকসভা ভোটেও বনগাঁ লোকসভার মধ্যে থাকা বিধানসভাগুলিতে ভালো ফলাফল করেছে BJP। আর তা হয়েছে শান্তনুর নেতৃত্বেই।
শোনা যায়, রাজ্য BJP নেতৃত্বের সঙ্গে তেমন সুসম্পর্ক নেই শান্তনুর। তবে তাঁকে হাতে রাখতে চায় গেরুয়া শিবির।