মঙ্গলবার আইপিএল ২০২২-এর প্লে অফ ম্যাচ অল্পের জন্য রক্ষা পেয়েছে। আজকেও ম্যাচ রয়েছে ক্রিকেটের নন্দন কাননে। আজ মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ আইপিএল ম্যাচে কী হবে সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কারণ খুব একটা আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে, কলকাতায় আজও ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বুধবার। সঙ্গে বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আর এই পূর্বাভাস সত্যি হলে পণ্ড হতে পারে এদিনের আইপিএল ম্যাচ।
হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
আগামিকাল থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। শুক্রবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমান কমতে শুরু করবে। সেইসঙ্গে ফের তাপমাত্রা বাড়বে।
গত কয়েকদিন ধরে রেকর্ড বর্ষণ হয়ে চলেছে উত্তর বঙ্গের জেলাগুলিতে। এই পরিস্থিতিতে হাওয়া অফিস জানাচ্ছে, উত্তরের সবকটি জেলাতেই আপাতত বৃষ্টিপাত চলবে। ২৬ তারিখের পর বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ।