রাজ্যে বৃষ্টিপাত কমবে, বাড়বে তাপমাত্রা। বুধবার এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে ওড়িশা ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আছে। আর বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা মিলিয়ে একটি অক্ষরেখাও আছে। কিছু আর্দ্রতাও ঢুকছে।
ফলে দুই বঙ্গে, বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে।
তবে আগামিকাল থেকে ৩-৪ দিন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলেই মনে করতে আলিপুর আবহাওয়া দফতর।
প্রতীকী ছবি - মাত্র ২ দিনে কীভাবে Six pack abs বানালেন এই যুবক? ভিডিও Viral
তার ফলে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।
অন্যদিকে স্থলভাগে আপাতত বর্ষার (Monsoon 2022) কোনও খবর নেই বলে এদিন ফের একবার জানিয়ে দেয় আলিপুর আবহাওয়া দফতর।