scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Update : ফের বাড়বে তাপমাত্রা, কতটা? জানিয়ে দিল হাওয়া অফিস

প্রতীকী ছবি
  • 1/7

রাজ্যে বৃষ্টিপাত কমবে, বাড়বে তাপমাত্রা। বুধবার এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। 

প্রতীকী ছবি
  • 2/7

হাওয়া অফিস জানাচ্ছে, বর্তমানে ওড়িশা ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত আছে। আর বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা মিলিয়ে একটি অক্ষরেখাও আছে। কিছু আর্দ্রতাও ঢুকছে। 

প্রতীকী ছবি
  • 3/7

ফলে দুই বঙ্গে, বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও দুই বর্ধমানে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

তবে আগামিকাল থেকে ৩-৪ দিন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলেই মনে করতে আলিপুর আবহাওয়া দফতর।

প্রতীকী ছবিমাত্র ২ দিনে কীভাবে Six pack abs বানালেন এই যুবক? ভিডিও Viral

প্রতীকী ছবি
  • 5/7

 তার ফলে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমবেশি ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 

প্রতীকী ছবি
  • 6/7

অন্যদিকে স্থলভাগে আপাতত বর্ষার (Monsoon 2022) কোনও খবর নেই বলে এদিন ফের একবার জানিয়ে দেয় আলিপুর আবহাওয়া দফতর।  
 

প্রতীকী ছবি
  • 7/7

তবে ফের তাপমাত্রা বৃদ্ধির খবরে নতুন করে চিন্তায় বঙ্গবাসী।

Advertisement