
মঙ্গলবার দুপুরে পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি নেমেছিল কলকাতায়। যদিও কালবৈশাখী হয়নি।

বজ্রগর্ভ মেঘ থেকেই শহরে বৃষ্টিপাত বলে জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস বলছে আজও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য ভারতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার বর্তমান অবস্থান ঝাড়খণ্ডে, এর ফলে দক্ষিণবঙ্গে জলীয়বাষ্প প্রবেশ করছে।

এই জলীয়বাষ্প থেকেই আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেইসঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়ার গতি হতে পারে।

দক্ষিণবঙ্গে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পশ্চিম বর্ধমানে বজ্র-বিদ্যুত্ সহ বৃষ্টির তীব্রতা বেশি হবে। দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে হাওয়া সহ বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার থেকে দক্ষিন বঙ্গে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে ২ থেকে ৩ ডিগ্রি ।

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে ভারি বৃষ্টি হবে না।

দক্ষিণবঙ্গে দুদিন পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে।

কলকাতায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম । তার কারণ ঝাড়খণ্ডের দিকে সেই অর্থে মেঘ সঞ্চার হয়নি । তার জন্য কলকাতায় বৃষ্টির সম্ভাবনা খুব সামান্য। তবে বীরভূম ,মুর্শিদাবাদ, নদিয়াতে কালবৈশাখী চলবে।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াল, স্বাভাবিকের ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১ ডিগ্রি কম।