scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weather Forecast: বাড়বে হাঁসফাঁস গরম, ঝড়-বৃষ্টি আবার কবে?

Bengal Weather Forecast
  • 1/11


ইতিমধ্যেই আন্দামানে  মৌসুমী বায়ুর  আগমন হয়েছে। তা আগামী দু-এক দিনের মধ্যে কেরলে  প্রবেশ করতে চলেছে।
 

Bengal Weather Forecast
  • 2/11

তবে আজ থেকে ঊর্ধমুখী কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্রা। আগামী দিন তিনেক তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
 

Bengal Weather Forecast
  • 3/11

হাওয়া অফিস বলছে,  এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে ওড়িশার উপরে এবং বিহার থেকে অন্ধপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এছাড়াও বাংলায়  প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে।

Advertisement
Bengal Weather Forecast
  • 4/11

এর জেরেই আজও দুই বঙ্গে  হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে  উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ও দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে ঝড় বৃষ্টি হবে।

Bengal Weather Forecast
  • 5/11

এদিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  শুক্রবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায়, হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

Bengal Weather Forecast
  • 6/11

শুক্রবার থেকে পরবর্তী দিন চারেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

Bengal Weather Forecast
  • 7/11

এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে  উত্তর-পশ্চিমের গরম হাওয়া আবার প্রবেশ করার  ফলে আগামী কয়েকদিন কলকাতাসহ জেলাগুলিতে  তাপমাত্রা বাড়বে। 
 

Advertisement
Bengal Weather Forecast
  • 8/11


 কলকাতাতে আজ আংশিক মেঘলা আকাশ এবং সন্ধ্যেবেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে  ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
 

Bengal Weather Forecast
  • 9/11


আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭  ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। বুধবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ১  ডিগ্রি বেশি। 

Bengal Weather Forecast
  • 10/11


এদিন  দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

Bengal Weather Forecast
  • 11/11

দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও শুক্রবার থেকে পরবর্তী দিন চারেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

Advertisement