scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Weather Forecast : উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ফের পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস, কবে?

প্রতীকী ছবি
  • 1/7

২-৩ দিন ঝোড়ো ব্যাটিং এর পর ফের বাড়তে শুরু করেছে তাপমাত্রা। গতকালের পর আজও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। 

প্রতীকী ছবি
  • 2/7

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, বুধবার কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। আর দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। 

প্রতীকী ছবি
  • 3/7

সকালের দিকে কিছুটা হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

আবহাওয়াবিদরা আরও জানাচ্ছেন, আগামিকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও, ২১ তারিখ দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় হতে পারে বৃষ্টি।

প্রতীকী ছবি
  • 5/7

২২ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই দু'দিন কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে।

প্রতীকী ছবি
  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে আগামিকাল দার্জিলিং ও কালিম্পং জেলায় হতে পারে বৃষ্টি।

প্রতীকী ছবি
  • 7/7

২১ ও ২২ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এরপর ২৩ ও ২৪ তারিখ পশ্চিম ঝঞ্ঝার কারণে দুইবঙ্গেই হতে পারে বৃষ্টি। 

Advertisement