শীতে আবারও বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ ২৩ তারিখ দক্ষিণবঙ্গে (South Bengal) সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এর মধ্যে নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূমে হতে পারে শীলাবৃষ্টি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৪ তারিখও।
তবে ২৫ তারিখ এই ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কেটে যাবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ওই দিন শুধুমাত্র কলকাতা (Kolkata), দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৬ তারিখ অনেকটাই পরিচ্ছন্ন হবে আকাশ। ওই দিন বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
অন্যদিকে উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে ২৩ তারিখ দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ ঝঞ্ঝার প্রভাব একটু বেশি থাকবে।
আরও পড়ুন - দুর্গাপুরে চাষ হচ্ছে বেগুনি রঙের কপি, অত্যন্ত উপকারী, কেন?
এরপর ২৫ থেকে ২৭ জানুয়ারির মধ্যে ধীরে ধীরে এর প্রভাব কমবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে এই সময়ের মধ্যে তাপমাত্রারও বিশেষ পরিবর্তন হবে না। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পাশাপাশি দিনের সর্বোনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। তবে বৃষ্টি কমে গেলে তাপমাত্রার ধীরে ধীরে পরিবর্তন হবে বলে জানা যাচ্ছে।