West Bengal Weather Update: ফের রাজ্যে শিলাবৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। শনিবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মা সারদার জন্মতিথিতে বেলুড়ে ভক্তরা, আবেগে চোখে জল
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু-এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৩ এবং ২৪ জানুয়ারি প্রভাব বেশি থাকবে।
আরও পড়ুন: বিয়ের পর প্রথম Christmas Celebration ভিকি-ক্যাটরিনার, দেখুুন PHOTOS
বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৩ তারিখ নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এই সমস্ত জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।
আরও পড়ুন: ফিরহাদ থেকে মীনাদেবী- ভোটের তারাদের জয় মোটের ওপর মসৃণ পথেই
দিন কয়েক আগে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: বোল্ড লুকে 'ঝুমা বউদি', 'এমন করলে কী করে চলবে!' প্রশ্ন ফ্য়ানের
২৫ তারিখে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কেটে যাবে। শুধুমাত্র কলকাতা উত্তর দক্ষিণ 24 পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আরও পড়ুন: Netflix, Amazon Prime এবং Disney+Hotstar দেখুন ফ্রি-তে, জানুন কীভাবে
২৬ তারিখে শুষ্ক পরিষ্কার আকাশ। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকার ২ জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
এই মুহূর্তে রাতের তাপমাত্রা উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই। ২৬ জানুয়ারির পর থেকে অর্থাৎ বৃষ্টি কমে গেলে তারপর আস্তে আস্তে তাপমাত্রার পরিবর্তন হতে থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৪ থেকে ২৪ তারিখ পর্যন্ত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা একটু বেশি থাকবে এই তিনদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সব ক'টি জেলাতেই। ২২ এবং ২৩ দু-এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২৫ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি প্রভাব কম থাকবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে।