scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

Bengal Weekly Weather Forecast: কখনও শীত, কখনও গরম! আর ক'দিন খামখেয়ালি আবহাওয়া? সাপ্তাহিক পূর্বাভাস

West Bengal Weather Forecast
  • 1/8

খামখেয়ালি আবহাওয়া চলছে রাজ্যজুড়ে। সকাল ও রাতে শীত অনুভূত হচ্ছে। আবার বেলা বাড়লেই গরম। সকালে গরম পোশাক পরে বেরোতে হচ্ছে। আবার বেলায় ঘেমেনেয়ে এক সা! গত কয়েকদিন ধরে আবহাওয়ার খামখেয়ালিপনা চলছে রাজ্যে।

West Bengal Weather Forecast
  • 2/8

হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রার পারদ ওঠানামার কারণেই এই খামখেয়ালিপনা। আরও কয়েকদিন এই অবস্থা থাকবে রাজ্যে। 

West Bengal Weather Forecast
  • 3/8

জানা গিয়েছে,আগামী দু'দিন আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন হতে পারে। সোমবার ও মঙ্গলবার পারদ থাকবে নিম্নমুখী। বুধবার থেকে পারদ উপরে উঠতে শুরু করবে। 

Advertisement
West Bengal Weather Forecast
  • 4/8

বুধবারের পর থেকে পারদ বাড়তে শুরু করলে কি শীত পাকাপাকি বিদায় নেবে? সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না। তার কারণ উত্তর ভারতে এখনও ঠান্ডা চলছে। 

West Bengal Weather Forecast
  • 5/8

দক্ষিণবঙ্গে কমেছে শীত। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। সেই সঙ্গে ভারী কুয়াশার সতর্কতাও। 

West Bengal Weather Forecast
  • 6/8

উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর কুয়াশাচ্ছন্ন থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।

West Bengal Weather Forecast
  • 7/8

আসলে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের বিভিন্ অংশে।  বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, চণ্ডীগড় এবং হরিয়ানায়। বিহার ও ওড়িশার বেশ কয়েকটি এলাকায় থাকবে ঘন কুয়াশা। 

Advertisement
West Bengal Weather Forecast
  • 8/8

উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং ও কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
 

Advertisement