Sanitary Napkin Women Hygiene Awareness: আদিবাসী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন (Sanitary Napkin)-এর গুরুত্ব বোঝাতে উদ্যোগ নেওয়া হল। আয়োজন করা হল প্রশিক্ষণ শিবিরের। এর পাশাপাশি অপুষ্টি নিয়েও তাঁদের সচেতন করা হয়। মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দিলেন ১০০-রও বেশি মহিলা।
এই উদ্যোগ নিয়েছিল কান্দি রাধাবাজার মুক্তহস্ত ওয়েলফেয়ার সোসাইটি। বুধবার খড়গ্রাম থানা এলাকার শিবপুর গ্রামে আদিবাসী মহিলা ও কিশোরীদের নিয়ে স্যানিটারি ন্যাপকিন (Sanitary Napkin)-এর ব্যবহার ও তার উপযোগিতা নিয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
গ্রামের বিভিন্ন বয়সের একশোরও বেশি আদিবাসী মহিলা এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন।
আরও পড়ুন: ইতিহাসে কেরলের কুম্বালাঙ্গি! দেশের প্রথম স্যানিটারি ন্যাপকিন-মুক্ত গ্রাম
তিনি শিবিরে উপস্থিত মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার, তার প্রয়োজনীয়তা, বয়ঃসন্ধিকালে শারীরিক সমস্যা, অপুষ্টির কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলাপ-আলোচনার মাধ্যমে অনেক ভুল ধারণা দূর করার চেষ্টা করা হয়। তাঁদের তুলে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন।
কীভাবে অপুষ্টি জনিত সমস্যা থেকে বেরিয়ে আসতে হয়, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত আদিবাসী মহিলাদের থেকে ভাল সাড়া পাওয়া গিয়েছে বলে স্বেচ্ছাসেবী সংগঠন জানাচ্ছে।
এছাড়াও ওই সংগঠনের পক্ষ থেকে গ্রামের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
সংগঠনের সদস্য চিত্রা দত্ত বলেন, শহরাঞ্চলের মহিলাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান করা হয়। তবে গ্রামীণ এলাকাগুলি যেন ব্রাত্য থেকে যায়। অথচ গ্রামীণ এলাকার মহিলারা তাঁদের অসুবিধার কথা জানাতে পারেন না।
তিনি জানান, তাই স্বাভাবিকভাবেই অপুষ্টি সহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগেন। গ্রামীণ এলাকার মেয়েদের সেই সমস্ত সমস্যা থেকে বের করে নিয়ে আসতেই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
এখনও অনেক পরিবারে স্যানিটারি ন্যাপকিন নিয়ে ছুতমার্গ রয়েছে। তাঁদেরও সেই সংকীর্ণতা থেকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে।