scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

বিধিনিষেধ শিথিল হতেই রাজ্যে বাড়ল COVID সংক্রমণ

bengal corona
  • 1/8

করোনা  মোকাবিলায় রাজ্যে জারি একাধিক বিধিনিষেধ। তবে জুলাইয়ের শুরুতেই সেক্ষেত্রে বিশেষ কিছু ছাড় দেওয়া হয়েছে। সেইসঙ্গে রাজ্যের রাস্তায় সরকারি ও বেসরকারি বাস নামার গ্রিন সিগন্যালও দিয়েছে নবান্ন। 
 

bengal corona
  • 2/8

আর এসবের মাঝে জুলাইয়ের প্রথম দিনেই বাড়ল দৈনিক সংক্রমণ। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১,৪৭৮। কিন্তু বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ১,৫০১ জন।
 

bengal corona
  • 3/8

গতকালের থেকে রাজ্যে দৈনিক মৃত্যু কমেছে। বুধবার করোনা প্রাণ কেড়েছিল ২৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন ২৭ জন। ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছেন ১৭,৭৩৫ জন।
 

Advertisement
bengal corona
  • 4/8


পয়লা জুলাই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দঁড়িয়েছে ২০,১৭০ জন। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯৭.৪৮ শতাংশ। মৃত্যু হার ১.১৮ শতাংশ। 

bengal corona
  • 5/8

গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ১,৮৮৯ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা ১৪ লক্ষ ৬৩ হাজার ৩৭৯। আর বাংলায় এখনও পর্যন্ত মোটি কোভিড ১৯ আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ১ হাজার ২৮৪ জন। 
 

bengal corona
  • 6/8

রাজ্যে সংক্রমণের শীর্ষে এখনও  রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। অন্যদিকে, কলকাতায় এই সময়ে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। 

bengal corona
  • 7/8

এদিকে সমতলের পাশাপাশি চিন্তায় রাখছে  পাহাড়ও। গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের, জলপাইগুড়িতে আক্রান্তের সংখ্যা ১১৭ জন। রাজ্যের প্রতিটি জেলা থেকে এদিনও এসেছে করোনা সংক্রমণের খবর। 
 

Advertisement
bengal corona
  • 8/8


অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার ৭৮৬।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪। অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭। এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ জন। একদিনে সুস্থতার সংখ্যা ৬১ হাজার ৫৮৮।
 

Advertisement