দীপাবলিতে গ্রিন বাজি ফাটানো যাবে ২ ঘণ্টার জন্য। এই নির্দেশ দিল দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। তবে শুধু দীপাবলি নয়, ছটপুজো ও ক্রিসমাসেও কোন সময় গ্রিন বাজি ফাটানো যাবে, তা নিয়ে নির্দেশিকা জারি হয়েছে।
আসুন দেখে নেই নির্দেশিকায় ঠিক কী জানিয়েছে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। তাদের তরফে নির্দেশ, দীপাবলির দিন ২ ঘণ্টা বাজি ফাটানো যাবে। রাত ৮টা থেকে রাত ১০টা।
বড়দিন এবং ইংরেজি নববর্ষের দিন রাত ১১টা ৫৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। অর্থাৎ ৩৫ মিনিটের জন্য।
প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই বাজি বিক্রি নিয়ে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রোশনি আলি নামে এক সমাজকর্মী কোর্টে জানিয়েছেন, বাজির ধোঁয়ায় করোনা রোগীর শ্বাসকষ্ট বাড়ে। সেকারণে এবারও বাজির পোড়ানো ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হোক।
এবার দেখে নেব গ্রিন বাজি কী? এই বাজি ফাটালে পরিবেশ কম দূষিত হয়। কারণ, এতে কম ছাই ব্যবহার হয়। এছাড়াও ধোঁয়া দমনকারী পদার্থগুলি ব্যবহার করে তৈরি হয় এই আতশবাজি।