আপাতত বৃষ্টির তেমন কোনও খবর নেই বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আপাতত ১৮ তারিখ পর্যন্ত কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বভাস নেই।
১৯ তারিখ রাজ্যের পশ্চিমের দিকের জেলাগুলি যেমন পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি।
পরের দিন অর্থাৎ ২০ তারিখ বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা হয়েছে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
আরও পড়ুন - ITBP-তে হেড কনস্টেবল পদে চাকরি, কীভাবে আবেদন?
তবে আগামী ১৮ তারিখ উত্তর আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ২০ তারিখ নাগাদ নিম্নচাপে পরিণত হলে দক্ষিণবঙ্গে (South Bengal) হতে পারে ভারী বৃষ্টি।
এক্ষেত্রে আবহাওয়া দফতরের তরফে অবশ্য এখনও পর্যন্ত ঘূর্ণাবর্ত বা সুপার সাইক্লোন সংক্রান্ত কোনওরকম পূর্বাভাস দেওয়া হয়নি।