উত্তরবঙ্গ (North Bengal) থেকে বিদায় নিয়েছে বর্ষা। এমনকি উত্তরবঙ্গ সংলগ্ন দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলি থেকেও বর্ষার বিদায় ঘটেছে।
আগামী ২ দিনে মধ্যে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা থেকেও বর্ষার বিদায়ের সম্ভাবনা রয়েছে। রবিবার এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
আপাতত ৪-৫ দিন দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আহাওয়াই থাকবে। একই পরিস্থিতি থাকবে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকাগুলিতে।
তবে ১৮ থেকে ২০ তারিখ পশ্চিমের দিকে জেলাগুলি যেমন পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া আন্দামান সাগরে কাছে আগামী ১৮ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন - ITBP-তে হেড কনস্টেবল পদে চাকরি, কীভাবে আবেদন?