scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Summer Update : আজ থেকে ৪ দিন বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কোন জেলাগুলি?

প্রতীকী ছবি
  • 1/7

গরমের দাপট এখনই কমছে না, কার্যত এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর (North Bengal) (South Bengal) ও দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য তেমন কোনও ওয়েদার সিস্টেম নেই। 

প্রতীকী ছবি
  • 2/7

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু জায়গায় স্থানীয়ভাবে আগামী ৩-৪ দিন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে আজ ১৭ তারিখ সামান্য বৃষ্টিপাত হতে পারে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায়।

প্রতীকী ছবি
  • 3/7

আর ১৮ থেকে ২০ তারিখের মধ্যে অল্প বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায়। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

অন্যদিকে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত চলছিল তা কমে গিয়েছে। তবে দক্ষিণের মতো উত্তরেও স্থানীয়ভাবে কয়েক জায়গায় অল্প বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া থাকতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। 

প্রতীকী ছবি
  • 5/7

একসঙ্গে হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমের জেলাগুলিতে কয়েক জায়গায় ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। কোনও কোনও জায়গায় তো ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন - ৩০ ইঞ্চির কোমর চটজলদি চাই? রইল ৬ উপায়...

প্রতীকী ছবি
  • 6/7

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামিকাল পর্যন্ত পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

প্রতীকী ছবি
  • 7/7

আজ শহর কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এটটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদায় আজ রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। 

Advertisement