পূর্বাভাস মতোই বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গে (South Bengal) বিভিন্ন জেলা। শনিবার (Saturday) সন্ধ্যায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে ভিজে যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা।
সঙ্গে চলতে থাকে ঝোড়ো হাওয়া। যার জেরে বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ারও খবর পাওয়া যায়। কোনও কোনও জায়গায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়।
গাছ ভেঙে পড়ে ব্যাহত হয় মেট্রো চলাচলও। ডাফরিন রোডে গাছ ভেঙে পড়ে ট্রাফিক সার্জেন্টের বাইকে। তবে হতাহতের কোনও খবর নেই। হেঁদুয়ায় ভেঙে পড়েছে সিগন্যাল পোস্ট।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন বিকেলে আলিপুরে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে বয়ে গিয়েছে ঝড়। অন্যদিকে জেলায় গাছ চাপা পড়ে একাধিক মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে মৌসুমী বায়ু এগিয়ে আসছে। ফলে আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন - SSC: এবার এই ৫ জনের নামে FIR দায়ের করল CBI
আগামী কয়েকদিন উত্তরবঙ্গের (North Bengal) ওপরের দিকের ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারমধ্যে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।