scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

South Bengal Monsoon Update : আর কয়েক ঘণ্টায় ৪ জেলায় ঝেঁপে বৃষ্টি, ভিজবে কলকাতাও

প্রতীকী ছবি
  • 1/7

দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weathr Office)

প্রতীকী ছবি
  • 2/7

সেই মতোই রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে, শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশের মুখ ভার। সঙ্গে চলছে কমবেশি বৃষ্টিপাত। 

প্রতীকী ছবি
  • 3/7

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, রবিবার (Sunday) সারাদিনই বৃষ্টি হবে শহর কলকাতায়। বিকেলের পর থেকে সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়তেও পারে। 

Advertisement
প্রতীকী ছবি
  • 4/7

পাশাপাশি আগামী ২-১ ঘণ্টার মধ্যে দুই মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সপ্তাহে কলকাতায় এবং দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 

আরও পড়ুনএকনাথের আরও একটা জয়, স্পিকার নির্বাচনে জয় বিজেপি প্রার্থীর

প্রতীকী ছবি
  • 5/7

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, রবিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে বজায় থাকবে অস্বস্তি। 

প্রতীকী ছবি
  • 6/7

অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) আরও ৫ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। 

প্রতীকী ছবি
  • 7/7

প্রসঙ্গত এই মরশুমে দক্ষিণবঙ্গে (South Bengal) এখনও পর্যন্ত স্বাভাবিকের তুলনায় ৪৮ শতাংশ বৃষ্টির ঘাটতি রয়েছে। অন্যদিকে স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে। 
 

আরও পড়ুনকিডনি পাথর ভেবে যন্ত্রণা, শেষ পর্যন্ত সন্তান প্রসব করলেন মহিলা

Advertisement