scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ

West Bengal Rain Forecast : পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব, আজ থেকে টানা বৃষ্টি বাংলার বিভিন্ন জেলায়

West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk one
  • 1/10

West Bengal Rain Forecast: আজ, মঙ্গলবার থেকে বাংলার বিভিন্ন জেলায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টি হবে। তার মধ্য়ে কলকাতাও রয়েছে। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি। আর এর জেরে তাপমাত্রা চড়তে পারে।

আরও পড়ুন: গাড়িতে সেক্স? ট্রাই করে দেখতে পারেন এই ৫ পজিশন

West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk two
  • 2/10

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। 

আরও পড়ুন: স্বাধীন হল বার্বাডোজ, রানি দ্বিতীয় এলিজাবেথের শাসন শেষ

West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk three
  • 3/10

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, যা আশা করছিলাম, তা-ই হয়েছে। পশ্চিমি ঝঞ্জার প্রভাবে রাতের তাপমাত্রা বেড়েছে। উত্তর-পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস ঢুকতে বাধা পাবে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। 

আরও পড়ুন: সিকিম যাওয়ার কথা ভুলে যান, পর্যটকদের জন্য দরজা বন্ধ করল সরকার

Advertisement
West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk four
  • 4/10

রাতের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে আগামী ২ দিনে আর বাড়বে না। মানে যা রয়েছে, তা-ই থাকবে। দু'দিন পর থেকে কমবে। খুব সামান্য করে কমবে। পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে। এখানেও প্রচুর আর্দ্রতা প্রবেশ করেছে।

আরও পড়ুন: কলকাতা পুরভোটে নিরাপত্তা কেমন? কমিশনের কাছে জমা পড়ল ব্লু প্রিন্ট

West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk five
  • 5/10

আজ, মঙ্গলবার থেকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হবে। ওই জেলাগুলোতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: কিডনি স্টোনের আশঙ্কা কমায়-ইমিউনিটি বাড়ায় কমলালেবু, রয়েছে আরও অনেক গুণ

West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk six
  • 6/10

২৯ ডিসেম্বর বৃষ্টির এলাকা আরও একটু বেশি হবে। তখন পশ্চিমের ওই জেলাগুলো ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি কলকাতায় বৃষ্টি হবে।

আরও পড়ুন: আকাশ থেকে ঝাঁপ নীরজ চোপড়ার, তারপর যা হল দেখুন

West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk seven
  • 7/10

মানে ২৮ এবং ২৯- এই দু'দিনই বৃষ্টি দক্ষিণবঙ্গে। তবে ৩০ তারিখ থেকে আবার শুষ্ক আবহাওয়া। মানে বৃষ্টির সম্ভাবনা নেই। 

 

Advertisement
West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk eight
  • 8/10

উত্তরবঙ্গের ক্ষেত্রে একই কারণে বৃষ্টি হবে। সেখানে দার্জিলিং, কালিম্পং জেলায় আজ বৃষ্টি হবে। ২৯ তারিখে সেখানকার সব জেলাতেই হালকা থেকে মাঝারি হবে। ৩০ তারিখেও বৃষ্টি হবে। তবে তা তিনটি জেলায়। তখন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে ২৯ তারিখে।

West Bengal Weather Forecast on 28 december IMD predicts it may rain on tomorrow abk nine
  • 9/10

উত্তরবঙ্গের ক্ষেত্রেও ৭২ ঘণ্টা পর থেকে রাতের তাপমাত্রা কমবে। দক্ষিণবঙ্গে আজ থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা।

 

West Bengal Weather Forecast on 28ten december IMD predicts it may rain on tomorrow abk
  • 10/10

সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের খেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিত আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৭৬ শতাংশ।

Advertisement