রাজ্যে চলছে শীতের ঝোড়ো ব্যাটিং। আগামী কয়েকদিনেও তা অব্যাহত থাকবে বলেই খবর। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আগামী ৩ দিনে রাজ্যে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা।
কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমে যেতে পারে। এমনকী কলকাতায় তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।
আরও পড়ুন - মালদায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, DJ বাজানোর প্রতিবাদের জের?
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামার সম্ভাবনা থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি।
অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) থাকতে পারে ঘন কুয়াশা। ২৪ ঘন্টা পর কুয়াশার প্রভাব কমবে বলে মনে করা হচ্ছে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হবে। রবিবারও একই রকম থাকবে আবহাওয়া।