ঘূর্ণিঝড় মিগজাউমের রেশ কাটতেই জাঁকিয়ে শীত পড়তে শুরু করে দিয়েছে। কলকাতা তথা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ।
ইতিমধ্যেই বর্ধমানে তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। বাঁকুড়ায় ১৩.৮ ডিগ্রি। বীরভূম, জলপাইগুড়ি ও কোচবিহারেও ১৫ ডিগ্রির নিচে।
তবে কলকাতাও ব্রাত্য নয়। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাতেও তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
উত্তরবঙ্গে এই সময়ে পর্যটন মরসুম। আর মরসুমের শুরুতে জাঁকিয়ে শীত ভালই অনুভব করছেন উত্তরবঙ্গবাসী। তবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী মঙ্গল, বুধবার নাগাদ দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর।
গত সপ্তাহে বৃষ্টি, আর্দ্রতার জন্য মাঝে শীতের আমেজ বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু মেঘ কাটতেই দ্রুত উত্তর-পশ্চিম হাওয়া প্রবেশ করতে শুরু করে।
সোমবার তা আরও কমে ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে বলে মনে করা হচ্ছে। ফলে এবার হয় তো সোয়েটার, চাদর বের করে ফেলতে হবে কলকাতাবাসীকে।