শুধু মালদা-মুর্শিদাবাদই নয়, আরও ৩ জেলা কেন্দ্রশাসিত হোক, বিধানসভায় প্রস্তাব চান আরেক BJP MLA

গত সপ্তাহে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে  বাংলা ও বিহার মিলিয়ে মোট ৬টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি করেন সংসদে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা। নিশিকান্তর বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও। তাঁর বক্তব্য, দু বছর আগেই তিনি নাকি মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবিতে চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে। 

Advertisement
শুধু মালদা-মুর্শিদাবাদই নয়, আরও ৩ জেলা কেন্দ্রশাসিত হোক, বিধানসভায় প্রস্তাব চান আরেক BJP MLABJP MLA
হাইলাইটস
  • মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি
  •  'হঠাৎ প্যালেস্তাইনের পতাকা কেন উঠল?' 
  • কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি নিশিকান্তের

রাজ্য ভাগের দাবি নিয়ে রাজ্য বিজেপি-র অন্দরেই নানা মুনির নানা মত। দলের রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার চান না, রাজ্যভাগ হোক। আবার তাঁর দাবি, উত্তরবঙ্গকে ভারতের উত্তর-পূর্বের সঙ্গে জুড়ে দেওয়া হোক। এহেন আবহে  মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি তুললেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তিনি শুধু মালদা, মুর্শিদাবাদেই থেমে থাকছেন না। তাঁর দাবি, দক্ষিণ দিনাজপুর ও নদিয়া জেলার কিছু অংশকেও কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক। বিষয়টি রাজ্য বিধানসভায় উত্থাপন করতেও চেয়েছেন তিনি।

মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবি

গত সপ্তাহে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে  বাংলা ও বিহার মিলিয়ে মোট ৬টি জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি করেন সংসদে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও মালদা। নিশিকান্তর বক্তব্যকে পূর্ণ সমর্থন জানিয়ে এগিয়ে এসেছেন মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষও। তাঁর বক্তব্য, দু বছর আগেই তিনি নাকি মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার দাবিতে চিঠি দিয়েছিলেন কেন্দ্রকে। 

 'হঠাৎ প্যালেস্তাইনের পতাকা কেন উঠল?' 

বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রর কথায়, 'আমি একদম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর নদিয়া এই ৫টা জেলায় বিভীষিকাময় অবস্থা। আমরা আতঙ্কিত কেন হব না? আমাদের বহরমপুর শহরে জীবনে কোনওদিন প্যালেস্তাইনের পতাকা ওঠেনি। হঠাৎ প্যালেস্তাইনের পতাকা কেন উঠল? এবং সেটা বর্তমান যে সাংসদ এখানকার, তিনি সেটাকে অবলীলাক্রমে সাপোর্ট করছে। লোকসভা নির্বাচন চলাকালীন মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল বিধায়ক বলেছিলেন আমরা ৭০ ভাগ আর ওরা ৩০ ভাগ। গলা কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেব। এই ধরনের ঘৃণা ভাষণের পর থেকে আমরা ভীত। একথা অস্বীকার করার কোনও জায়গা নেই মুর্শিদাবাদ-মালদা ,নদিয়ার কিছুটা অংশ এবং দক্ষিণ দিনাজপুরে আমাদের সংখ্যা কোথাও ৩০ শতাংশ বা কোথাও ৪০ শতাংশ। এই সংস্কৃতি পশ্চিমবঙ্গের নয়। কিন্তু এর জন্য দায়ী অনুপ্রবেশ। যেভাবে বাংলাদেশ ,পাকিস্তান, মায়ানমার থেকে প্রত্যেক বছর হাজার হাজার অনুপ্রবেশকারী ঢুকছে তাতে আমরা আতঙ্কিত। দুর্গা পুজো, রামনবমী, সরস্বতী পুজো এমনকি মৃতদেহ নিয়ে গেলেও অশান্তির মধ্যে পড়ছেন সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা। জেলার বিভিন্ন গ্রামে তাঁদের সংখ্যা শূন্য হয়ে যাচ্ছে। প্রশাসনের কর্তারা সব জেনেও চুপ।' 

Advertisement

কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার দাবি নিশিকান্তের

গত সপ্তাহে সংসদে বিজেপি-র নিশিকান্ত দুবে দাবি করেছিলেন, 'মুর্শিদাবাদ এবং মালদহ থেকে লোক এসে হিন্দুদের উপরে অত্যাচার চালাচ্ছে। ঝাড়খণ্ড পুলিশ কোনও কাজ করছে না। আমার অনুরোধ মালদহ, মুর্শিদাবাদ, আরারিয়া, কিষাণগঞ্জ এবং কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। নইলে হিন্দু আর থাকবে না। এনআরসি চালু করুন। কিছু করতে না পারলে আগে কমিটি পাঠান। ধর্মান্তরণ এবং বিবাহের ক্ষেত্রে অনুমতি বাধ্যতামূলক করা হোক।'

POST A COMMENT
Advertisement