টাকা আদায়ের ছকে চাকরির টোপ, তারপর বেধড়ক মার, বীরভূমে চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা যায় মহম্মদবাজার থানা এলাকার ঢোলকাটা গ্রামের বাসিন্দা আকাশ শেখের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ভুলবশত ঢুকে যায় বগটুই গ্রামের মোজাম্মেল আলম নামে এক ব্যক্তির আত্মীয়র অ্যাকাউন্ট থেকে। স্থানীয় সূত্রের খবর, আকাশকে ওই টাকা বার বার ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলেও কোনও কাজ হয়নি।

Advertisement
টাকা আদায়ের ছকে চাকরির টোপ, তারপর বেধড়ক মার, বীরভূমে চাঞ্চল্যকাজের প্রলোভন দেখিয়ে ডেকে এনে একই পরিবারের ৪ জনকে মারধর, বীরভূমে চাঞ্চল্য
হাইলাইটস
  • আকাশ-সহ চারজন হাসপাতালে গেলে তাঁদের প্রত্যেককেই মারধর করা হয় বলে অভিযোগ
  • গ্রেফতার করা হয়েছে মারধরে অভিযুক্ত দুজনকে

টাকা উদ্ধারের জন্য কাজের প্রলোভন দেখিয়ে ডেকে বেশ কয়েকজন যুবককে বেধড়ক মারধরের অভিযোগ। বীরভূমের রামপুরহাটের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়ে পড়ে। সূত্রের খবর, মহম্মদবাজারের বেশ কয়েকজন যুবককে রামপুরহাট হাসপাতালে ডেকে বেধড়ক মারধরের অভিযোগ বগটুই গ্রামের মোজাম্মেল আলম ও নজরুল ইসলামের বিরুদ্ধে। এই ঘটনায় একাধিকজনকে গ্রেফতার করা হয়েছে। যদিও পলাতক বেশ কয়েকজন।

স্থানীয় সূত্রে জানা যায় মহম্মদবাজার থানা এলাকার ঢোলকাটা গ্রামের বাসিন্দা আকাশ শেখের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ভুলবশত ঢুকে যায় বগটুই গ্রামের মোজাম্মেল আলম নামে এক ব্যক্তির আত্মীয়র অ্যাকাউন্ট থেকে। স্থানীয় সূত্রের খবর, আকাশকে ওই টাকা বার বার ফিরিয়ে দেওয়ার জন্য বলা হলেও কোনও কাজ হয়নি। এরপরেই পুরো প্ল্যান করে তাঁদের ওপরে হামলার ছক কষা হয়। সেই টাকা উদ্ধারের জন্য আকাশ শেখকে কাজের প্রলোভন দেখিয়ে রামপুরহাট হাসপাতালে ডাকা হয়। বাড়ির লোককেও হাসপাতালে ডাকা হয় আকাশের অ্যাক্সিডেন্ট হওয়ার কথা জানিয়ে।

আকাশ-সহ চারজন হাসপাতালে গেলে তাঁদের প্রত্যেককেই মারধর করা হয় বলে অভিযোগ। কোনওক্রমে একজন সেখান থেকে পালিয়ে গিয়ে খবর দেন থানায়। পুলিশ যেতে যেতে তিনজনকে নিয়ে চম্পট দেয় বগটুইয়ের অভিযুক্তরা। রাতভর খোঁজাখুজির পর পুলিশ আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে। এরপর গ্রেফতার করা হয়েছে মারধরে অভিযুক্ত দুজনকে। তাঁদের নাম নজরুল ইসলাম, মোজাম্মেল আলম। এছাড়াও বেশ কয়েকজন পলাতক। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

সংবাদদাতা- শান্তনু হাজরা

TAGS:
POST A COMMENT
Advertisement