Income Tax Raid: বাংলাতেও জোর তল্লাশি শুরু আয়কর বিভাগের, প্রাক্তন TMC বিধায়কের বাড়িতে হানা

এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা। রানিগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে আককর বিভাগের আধিকারিকরা হানা দিয়েছে।

Advertisement
বাংলাতেও জোর তল্লাশি শুরু আয়কর বিভাগের, প্রাক্তন TMC বিধায়কের বাড়িতে হানাপ্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে আককর হানা
হাইলাইটস
  • প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে আককর বিভাগের আধিকারিকরা হানা দিয়েছে
  • স্ক্র্যাপ লোহার ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়িতেও চলছে তল্লাশি

এবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে আয়কর হানা। রানিগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহরাব আলির বাড়িতে আককর বিভাগের আধিকারিকরা হানা দিয়েছে। এছাডা়ও, সোহরাব আলির সহযোগী স্ক্র্যাপ লোহার ব্যবসায়ী ইমতিয়াজ আহমেদের বাড়িতেও চলছে তল্লাশি। দুজনেরই বাড়ির বাইরে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এছাডা়ও মহেন্দ্র শর্মা, পঙ্কজ আগরওয়াল, সুজিত সিং নামে আরও কয়েকজন ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশি চলছে। ঠিক কী কারণে তল্লাশি তা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

এককালে সোহরাব আলির স্ক্র্যাপ লোহার ব্যবসা ছিল। পরে তিনি রাজনীতিতে নাম লেখান। আসানসোল পুরনিগমের ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। সোহরাব আলির স্ত্রী নার্গিস বানো বর্তমানে আসানসোল পুরনিগমের কাউন্সিলর। ২০১১ সালে তৃণমূলের প্রার্থী হয়ে রানিগঞ্জের বিধায়ক হন সোহরাব। রেলের ওয়াগান চুরির দায়ে ২০১৫ সালে তাঁরা সাজা হয়। তবে বিধায়ক থাকার দরুন একদিনেই জামিনে মুক্তি মেলে তাঁর। এরপর ২০১৬ সালে আর টিকিট পাননি সৌরভ। পরবর্তীকালে প্রোমোটারিতে ঢুকে যান।

আসানসোলের বার্ণপুরের রহমত নগর এবং ধরমপুর সহ একাধিক স্থানে সম্পত্তি রয়েছে তাঁর। তাঁর এই আর্থিক প্রতিপত্তির হিসাব নিকেশ দেখতেই গোয়েন্দাদের হানা বলে মনে করা হচ্ছে। হিসাব বহির্ভূত সম্পত্তি ও কর ফাঁকি দেওয়ার অভিযোগেই এই আয়কর-হানা বলে সূত্রের খবর।

POST A COMMENT
Advertisement