Nadia Clash : চাপড়ায় জমি বিবাদের জেরে চলল গুলি-বোমাবাজি, একজনের মৃত্যু

রক্তাক্ত নদিয়ার চাপড়া। জমি বিবাদের জেরে চাপড়া থানার মহেশ নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ। চলল বোমাবাজি, গুলি। গুলি লেগে নিহত হয়েছেন একজন। ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা এলাকায়।

Advertisement
চাপড়ায় জমি বিবাদের জেরে চলল গুলি-বোমাবাজি, একজনের মৃত্যু   Nadia Land Clash
হাইলাইটস
  • রক্তাক্ত নদিয়ার চাপড়া
  • জমি বিবাদের জেরে চাপড়া থানার মহেশ নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ

রক্তাক্ত নদিয়ার চাপড়া। জমি বিবাদের জেরে চাপড়া থানার মহেশ নগরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ। চলল বোমাবাজি, গুলি। গুলি লেগে নিহত হয়েছেন একজন। ঘটনার পর থেকে ব্যাপক উত্তেজনা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাঁরা চিকিৎসাধীন। 

বুধবার সকাল ১১ টা নাগাদ মাঠে চাষ করতে যান আলম শেখ। সেই সময় মাঠে আসেন আর এক দল। সেই জমিটি নিজেদের বলে দাবি করে বসে তারা। তার জেরেই দুই পক্ষের মধ্যে বচসা হয়। তার মধ্যেই ঘটনাস্থলে আসে আলম শেখের পরিবারের আরও কয়েকদন সদস্য। অভিযোগ, তাতে ঝামেলা চরমে ওঠে। তখনই পরপর তিনটি বোমাবাজি করানো হয়। এরপর আলম শেখদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে অভিযুক্তরা। আলম শেখের গায়ে গুলি লাগে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হলে মারা যান। ধারালো অস্ত্রের কোপ ও বোমাবাজিতে জখম হন মোহ শেখ ও কালু শেখ। তাঁরাও এখন ওই হাসপাতলেই চিকিৎসাধীন।

আলম শেখের পরিবারের অভিযোগ, ওই জমি নিয়ে বিবাদ অনেকদিনের। জমিটি তাদেরই। তবে আক্রমণকারীরা দির্ঘদিন ধরে জমিটি নিজের বলে দাবি করে আসছে। তারা জমির দখল নিতে চায়। সেটা নিয়েই অশান্তি। এর আগেও ঝামেলা হয়েছে। তবে এত বড় আকারের নয়। 

মৃতের পরিবারের নার্গিস খাতুন বলেন,'আমরা বাড়িতে ছিলাম। হঠাৎ বোমাবাজির শব্দ শুনতে পাই। বাড়ি থেকে বেরিয়ে যেতেই দেখি বোমা মারা হচ্ছে একের পর এক। মাঠে তখন আলম শেখ ছিলেন। এরপর সেখানে যান আমাদের বাড়ির আরও দুইজন। গুলি চালানো শুরু করে ওরা। সেই গুলিতে জখম হন আলম। পরে তিনি মারা যান। আরও দুজন হাসপাতালে ভর্তি।' 

POST A COMMENT
Advertisement