এক ছাত্রকে অপহরণের অভিযোগ ঘিরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ছাত্রকে অপহরণ করেছে বলে অভিযোগ। বোলপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ জানিয়েছে, অভিযোগ আসতেই তদন্ত শুরু করা হয়েছে। জানা গিয়েছে, পান্না চারা নামের ওই ছাত্রের বাড়ি মায়ানমারে। বিশ্বভারতীর সংস্কৃত বিভাগে পিএইচডি করছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানা গিয়েছে, শান্তিনিকেতনের ইন্দিরা পল্লি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন ছাত্র। একই বাড়িতে তাঁর এক বন্ধুও থাকতেন। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ একটি গাড়িতে করে কয়েকজন আসেন। প্রথমে ছাত্রের ছবি নিয়ে তাঁরা খোঁজ শুরু করেন। পরে ছাত্রটিকে খুঁজে পান তাঁরা। এরপরই পান্না চারাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া হয়। ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আনেন ছাত্রের বন্ধু। এরপরই বিশ্বভারতী কর্তৃপক্ষ থানায় মেল করে অভিযোগ দায়ের করে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে। কে বা কারা ওই বিদেশি ছাত্রকে তুলে নিয়ে গেল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তুলে নিয়ে যাওয়ার পিছনের কারণও এখনও জানা যায়নি। ছাত্র অপহরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্য পড়ুয়াদের মধ্যে। কারণ, বিশ্ববিদ্যালয়ে বহু ছাত্র ছাত্রী বিদেশি। তাঁরা শান্তিনিকেতনের আশপাশে ঘর ভাড়া নিয়ে থাকেন।