এবার খোদ রাজ্যের শাসক দলের মহিলা কাউন্সিলর পেলেন ধর্ষণের হুমকি। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায়। শাসকদলের মহিলা কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই কাউন্সিলরের স্বামীকেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
বনগাঁ পুরসভার মহিলা তৃণমূল কাউন্সিলরের বাড়িতে মদ্যপ অবস্থায় চড়াও হয়ে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে উঠেছে রাকেশ ঘোষ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
জানা যাচ্ছে, শনিবার, ১৮ জানুয়ারি রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বনগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিখা ঘোষ। তাঁকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি মহিলার স্বামী উত্তম ঘোষকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার, ১৯ জানুয়ারি এই ঘটনায় অভিযোগ দায়ের হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবক রাকেশ ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
রবিবারই ধৃতকে আদালতে তোলা হয়। জানা গিয়েছে এই প্রথম নয়, অভিযুক্ত মাস খানেক আগেও এই শিখা ঘোষের বাড়িতে একবার হামলা করিয়েছিল। যার নেতৃত্ব ছিল এই রাকেশ ঘোষই। সেসময় ওয়ার্ড কাউন্সিলর নিজে উদ্যোগী হয়ে বিষয়টি মিটমাট করে নেন বলে জানা গিয়েছে।
সংবাদদাতাঃ দীপক দেবনাথ