টম্যাটোর আড়ালে গাঁজা পাচার। আসানসোলের কুলটি থেকে আটক ৫। শুক্রবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে আসানসোলের কুলটি থানার ডিসেরগড় এলাকায় একটি পিকআপ ভ্যান এবং একটি চারচাকা গাড়িকে আটক করে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও কুলটি থানার পুলিশ। সুভাষ সেতুর কাছে গাড়ি দুটি আটক করা হয়। তারপরেই দেখা যায় টম্যাটোর আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল গাঁজা। দুটি গাড়ি থেকে মোট ২ কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এত পরিমাণ গাঁজা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে।