Advertisement

Jhargram Zoological Park: শাল-পিয়ালের জঙ্গলের মাঝে হরিণ-চিতা, ঝাড়গ্রামে ভিড় পর্যটকদের

লালমাটির রাস্তা, রাস্তার দুই ধারে শাল-পিয়ালের জঙ্গল। এর মাঝেই গড়ে উঠেছে এক জিওলজিক্যাল পার্ক। আর সেখানেই শীত শুরু হতে না হতেই খোশ মেজাজে চিতা থেকে হরিণ। ঝাড়গ্রাম জেলার প্রায় ২২ হেক্টর জায়গা জুড়ে আধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে এই পার্ক। আর সেখানেই জঙ্গলের নির্জন নিস্তব্ধতায় এক মনোরম পরিবেশ উপভোগ করতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। দূরদূরান্ত থেকে পর্যটকরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এই পার্কে।

Advertisement
POST A COMMENT