প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাকি ভক্ত বাঁদর রয়েছেন। তিনি হলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। কথাটা বললেন, TMC সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মানে রাজনীতিতে কটাক্ষ করাটা একটা পার্ট, তবে এইভাবে শালীনতা ভুলে যাওয়াটা কি আদৌ যুক্তিযুক্ত। এমনিতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত বলতে হয়তো একটু পছন্দই করেন। তিনি বলেন, হনুমান যেমন শ্রীরামের ভক্ত, তেমনই মোদির ভক্ত বাঁদর হলেন সুভাষ সরকার। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে TMC-র তরফ থেকে একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করা হয়। সেখানে তিনি রাজ্যপালকে যেমন কটাক্ষ করেন, পাশাপাশি তিনি সুভাষ সরকার সম্পর্কেও কটু কথা বলতে দুবার ভাবেননি। তিনি বলেন ডক্টর অনাথ বন্ধু রায় যখন বাঁকুড়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন, তখন তিনি তৈরি করেছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। আর সুভাষ সরকার কেন্দ্রের মন্ত্রী হয়ে কিছু করতে পারেননি। অবদান তাঁর একটাই। সেটা হল শুধু 'জয় শ্রীরাম' বলা। যেমন শ্রীরামের ভক্ত হনুমান, 'আমি মোদি ভক্ত বাঁদর' শুধু এই বলে গেছেন সুভাষ সরকার।
Kalyan Banerjee attacked Subhash Sarkar