Advertisement

Cyclone Dana: বৃষ্টি ছিলই, হঠাত্‍ নদী প্লাবন, ডুবে গেল আস্ত গ্রাম, কেশপুরের হাড়-হিম করা VIDEO

রাস্তা নয়, এ যেন এক নদী! ভারী বৃষ্টির জেরে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের অবস্থা খুব খারাপ। জলে তলায় কেশপুর ব্লকের ৩ নম্বর অঞ্চলের গোহড়িয়া গ্রাম। শনিবার বেলা বাড়ার সঙ্গে দোনাই নদীতে প্লাবন, যার জেরে ডুবে গেল গোটা গ্রাম। বাজারে যেতে গেলে এক কোমরের ওপর জল পার করে গামছা পরিহিত অবস্থায় জুতো হাতে যেতে হচ্ছে। ৭০ ঊর্ধ্ব শচীনন্দন মণ্ডলকে দেখা গেল গামছা পরে জুতো হাতে লাঠি ধরে পারাপার করতে। এখনও পর্যন্ত এলাকায় এখনও জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের দেখা মেলেনি। অবস্থা এমনই, অনেকে মাছ ধরছেন রাস্তাতেই।

Advertisement
POST A COMMENT