Advertisement

Kalyani Fire Cracker Factory Explosion: কল্যাণীতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু-মিছিল, কী হয়েছে? দেখুন

আবারও বাজি কারখানায় বিস্ফোরণ রাজ্যে। ঘটনাস্থল নদিয়ার কল্যাণী। ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে রয়েছেন দু'জন মহিলা। জানা গিয়েছে, নদিয়ার কল্যাণীর রথতলায় এই বাজি কারখানাটি চলত। বিস্ফোরণের তীব্রতায় গোটা বাজি কারখানাটিই উড়ে গিয়েছে। সূত্রের খবর, সেই সময় কারখানার মধ্যে কাজ করছিলেন শ্রমিকরা। আগুনের তীব্রতা এতটাই ছিল যে এলাকাবাসীর তরফে আগুন নেভানো সম্ভব ছিল না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ এবং দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশের প্রাথমিক অনুমান, আতসবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তার জেরেই বিস্ফোরণ।

Advertisement
POST A COMMENT