scorecardresearch
 
Advertisement

Junior Doctors Abhaya Clinic at Flood Effected Keshpur: বন্যাবিধ্বস্ত কেশপুরে চালু 'অভয়া ক্যাম্প', খাবার-পথ্যের সঙ্গে চিকিৎসাও করছেন জুনিয়র ডাক্তাররা

Junior Doctors Abhaya Clinic at Flood Effected Keshpur: বন্যাবিধ্বস্ত কেশপুরে চালু 'অভয়া ক্যাম্প', খাবার-পথ্যের সঙ্গে চিকিৎসাও করছেন জুনিয়র ডাক্তাররা

বন্যায় বিধ্বস্ত দক্ষিণবঙ্গের একাংশ। প্লাবিত এলাকায় গিয়ে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহারের পর বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন জুনিয়র ডাক্তাররা। পশ্চিম মেদিনীপুরের বানভাসি কেশপুরে শুরু হল অভয়া ফুড রিলিফ ক্যাম্প। উদ্যোক্তা আরজি কর ও মেদিনীপুর মেডিক্যালের ডাক্তাররা। শিবিরে হাজির প্রায় ৩০ জন জুনিয়র ডাক্তার। শুকনো খাবার, ত্রিপল, ওষুধপত্র দেওয়া হচ্ছে মানুষকে। পাশাপাশি চিকিৎসাও চলছে।

Advertisement