'শান্তিনিকেতনের যে কোনও জায়গায় মানুষ দোল খেলতে পারেন। কোনও নিষেধাজ্ঞা নেই। পরিবেশ ও পশুপাখির সঙ্গে সদ্ভাব বজায় রেখে মানুষ দোল খেলতে জানেন। মহিলাদের সম্মান বজায় রেখে, কোনওরকম বেআইনি কাজ না করে মানুষ সারাক্ষণ দোল খেলতে পারেন'। বৃহস্পতিবার এ কথা জানিয়ে দিলেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন এই পুলিশ কর্তা।