scorecardresearch
 
Advertisement

Shrirampur to Ichapur Ferry Services: দীর্ঘ অপেক্ষায় অবসান, জল পথে ইছাপুর থেকে পলতা

Shrirampur to Ichapur Ferry Services: দীর্ঘ অপেক্ষায় অবসান, জল পথে ইছাপুর থেকে পলতা

দীর্ঘ অপেক্ষায় অবসান। রাজ্যে নতুন জল পথের সূচনা হল দোলে। কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের আর ঘুরপথে শ্রীরামপুরে যেতে হবে না। একেবারে সোজাসুজি হুগলির চাঁপদানি থেকে ইছাপুর-পলতা পর্যন্ত জল পথেই চলে যেতে পারবে পড়ুয়ারা। শুরু হল ভেসল পরিষেবা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর উদ্যোগে এই পরিষেবার সূচনা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সহ অন্যান্যরা। এই বিষয়ে চাদদানি পৌরসভা পৌর প্রধান সুরেশ মিশ্র জানান, 3দিন ট্রায়াল করা হবে, তারপরে জনসাধারণের জন্যে তা খুলে দেওয়া হবে। এর অনুষ্ঠানে উপস্থিত চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁইন বলেন, স্বপ্ন সেটাই যেটা আমাদের ঘুমাতে দেয় না। মানুষ পরিষেবা পাক, যেটি চালু হলে মানুষের অনেক উপকার হবে।

shrirampur to Ichapur Ferry Services

Advertisement