Advertisement

Kalyan Banerjee: 'সার্জারি করতে জানে না, কাঁচি ধরে নিয়েছে', জুনিয়র ডাক্তারদের যোগ্যতা নিয়ে সন্দিহান কল্যাণ

'একজন ডাক্তার কোনটা রক্ত, কোনটা কেমিক্যাল তাই-ই জানে না'। জুনিয়র ডাক্তারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কে একজন বলল, কাঁচিতে নাকি মরচে পড়ে গিয়েছে, গোদা বাংলায় একটা কথা আছে, নাচে না উঠোনের দোষ হয়। কীভাবে পাশ করেছিল ভগবান জানে! সার্জারি করতে জানে না, কাঁচি ধরে নিয়েছে। বলল, গ্লাভসে নাকি রক্ত আছে! এদের জ্ঞান নিয়ে প্রশ্ন আছে'। তিনি যোগ করেন, 'ইন্টার্নদের পরীক্ষা দেওয়া উচিত। বিশেষ করে দিল্লিতে পরীক্ষা দেওয়ার ইন্টার্ন হওয়া উচিত'।

Advertisement
POST A COMMENT