তৎকালীন সময়ে দুর্গাপুজোয় জমিদারদের মধ্যে প্রতিযোগিতা হত, কী করে সাহেবদের কাছে যাওয়া যায়। একপ্রকার বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়ে অতীতের দুর্গাপুজো করা রাজরাজাদের স্বার্থন্বেষী বলে বেঁফাস মন্তব্যে বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। দুর্গাপুজা আসতে আর মাত্র হাতে গোনা 50 টা দিন বাকি। এর মাঝে ফের বিতর্কিত মন্তব্যে জড়ালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
Viswa bharati Vishwa Bharati vice chancellor Vidyut Chakraborty once again got involved in the controversy