scorecardresearch
 
Advertisement

Weather Forecast: ​প্রচণ্ড দাবদাহে মৃত্যু হচ্ছে ঝাড়গ্রামে

Weather Forecast: ​প্রচণ্ড দাবদাহে মৃত্যু হচ্ছে ঝাড়গ্রামে

প্রচণ্ড গরমে ঝাড়গ্রামে মানুষের মৃত্যু হচ্ছে। এমনিতেই রাজ্যে যে চারটি জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম। তাপমাত্রার পারদ চড়েছে 40 ডিগ্রির বেশি। ঝাড়গ্রামের পাশাপাশি পুরুলিয়া এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ঝাড়গ্রাম জেলা জুড়ে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। দিনের আলো ফোটার একটু পর থেকেই কার্যত গরমে বাড়ির বাইরে বেরনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গত 2 দিন ধরে আকাশে বৃষ্টির দেখা নেই। সেই মতো ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ চড়ছে 40 ডিগ্রির সেলসিয়াসেরও বেশি। একদিকে চড়া রোদ আর অন্যদিকে প্রবল গরমের সাঁড়াশি আক্রমণে নাজেহাল জেলার মানুষ। ঝাড়গ্রামে বৃহস্পতিবার, 1 জুন তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। যার ফলে বেলাবাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কমছে। রাস্তাঘাট শুনশান বললেই চলে। আবহাওয়া দপ্তর জানিয়েছে তাপমাত্রা আরও বাড়বে। বইতে পারে লু। তাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়েছে। প্রচণ্ড গরমের ফলে জরুরি কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না। যতই বেলা বাড়ছে ততই তাপমাত্রা বাড়ছে। প্রচণ্ড গরমে মানুষ কার্যত কাহিল হয়ে পড়ছেন। ঠাণ্ডা পানীয়, সরবত, লস্যির দোকানে ভিড় করেছেন পথ চলতি মানুষ। গরম থেকে রেহাই পেতে অনেকেই মাথায় ছাতা, মাস্ক ও চশমা নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছেন। প্রচণ্ড গরমের ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছেন শিশু ও বয়স্ক মানুষরা। তাপমাত্রা আরও বাড়লে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। ঝাড়গ্রামবাসী বৃষ্টির দিকে তাকিয়ে আছেন। কারণ একটু বৃষ্টি হলেই স্বস্তি পাবেন তাঁরা। উল্লেখ্য রাজ্যের মধ্যে যে জেলাগুলিতে সবথেকে বেশি গরম পড়ে তারমধ্যে অন্যতম এই ঝাড়গ্রাম। ​

west bengal Jhargram weather update and forecast.

Advertisement